উত্তরদিনাজপুর

জেলা শিল্প দপ্তরের উদ্যোগে কালিয়াগঞ্জে মহিলাদের সেলাই মেশিন প্রদান

গ্রামের মহিলাদের স্বনির্ভর করার তাগিদে জেলা শিল্প দপ্তরের উদ্যোগে ৪৩ জন মহিলাদের সেলাই মেশিন দেওয়া হল বৃহস্পতিবার। এদিন দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিসে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চলের ৪৩ জন মহিলাদের স্বনির্ভর করার জন্য তাদের বিনা মূল্যে এই সেলাই মেশিন গুলি তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক শশী কুমার চৌধূরী, জেলা শিল্প আধিকারিক সুনিল সরকার, কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য সহ আরো অনেকেই। মহিলাদের হাতে সেলাই মেশিন গুলি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বর্গরা। এদিন এই সেলাই মেশিন গুলি পেয়ে খুশি স্বনির্ভর দলের মহিলারা। 

এবিষয়ে উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলা শাসক শশী কুমার চৌধূরী জানান, এর মধ্য দিয়ে বেকার মহিলারা স্বনির্ভর হতে পারবেন, অর্থ উপার্জন করে সংসারের কাজে সহায়তা করতে পারবেন। একইভাবে প্রতিবার কালিয়াগঞ্জের প্রতিটি ব্লকে মহিলাদের সেলায়ের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি।